ঢাকা | বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে ডিলার ব্যবসার নামে প্রতারণ করে ৫০ লাখ টাকা নিয়ে পালালো প্রতারক শুভ

  • প্রকাশিত : 05-09-2024
  • নিউজটি দেখেছেনঃ

শ্রীমঙ্গলে ডিলার ব্যবসার নামে প্রতারণ করে ৫০ লাখ টাকা নিয়ে পালালো প্রতারক শুভ ছবির ক্যাপশন: শ্রীমঙ্গলে ডিলার ব্যবসার নামে প্রতারণ করে ৫০ লাখ টাকা নিয়ে পালালো প্রতারক শুভ
ad728

মো. শাহিন আহমেদ : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উওজেলার ১ নং পুল মৌলভীবাজারের প্রাণ,মধুবন,বনফুল,হিনতা সহ বিভিন্ন কোম্পানির ডিলার নিয়ে প্রতারণার ফাঁদ পাতে। অভিযোগ রয়েছে, সে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিত ক্যাশ বা নগদ বিকাশ এ আবার সেটা ফিরিয়ে দিতো বিশ্বাস অর্জনের জন্য এমনি একজন ভোক্তভোগী জুয়েল মিয়া নগত এজেন্টের ব্যবসায়ী উনি প্রতিদিন নগদ এর মাধম্য লেনদেন করতেন ২০ থেকে ৩০ হাজার টাকা আবার সেটা সন্ধ্যায় ফিরিয়ে দিতেন দীর্ঘ ১ বছর ব্যবসা করেন ১ লাখ ৫০ হাজার টাকা আটকিয়ে দেয়। বিভিন্ন মাধ্যমে এই খবর জানার  পর হাজার হাজার মানুষ শুভ দেবের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন।

শুভ দেবের নামে প্রতারণার অভিযোগ তুলে জুয়েল মিয়া নামের এক গ্রাহক বলেন, ‘বিভিন্নভাবে জেনেছি, প্রতিষ্ঠানটি গত এক বছরেও কোনো এইভাবে মানুষের কাছ থেকে টাকা নিয়ে আসছে।

জুয়েল বলেন, সরকারের উচিত অতি দ্রুত তদন্ত করে গ্রাহককে সঠিক তথ্য প্রদান করা। কারণ, লাখ লাখ টাকা প্রতারণা করেছেন এই শুভ। 

জানা যায়, সে চুরা চালানের সাথে যুক্ত ছিলো এবং ভাড়ায় থাকতো শ্রীমঙ্গলের সন্ধানি পাড়ায় সেখানে পুরা মাসের ভাড়া পরিশোধ করে সব কিছু নিয়ে পালিয়েছে শুভ।

এদিকে, নোয়াগাও এর নিজস্ব জমি গোপনে বিক্রি করে সকলের টাকা সহ মা স্ত্রী সন্তান নিয়ে পালিয়েছে।

সূত্র জানায়, নাম প্রকাশ না করার শর্তে শ্রীমঙ্গলের এক ব্যবসায়ী বলেন, তাদের এক চক্রের ৫ সদস্য দল ছিলো। কিন্তু স্থানিয় হওয়া তাকে কেউ সন্দেহ করে নাই তার টার্গেট মধ্যবিত্তদের মধ্যে যারা ক্ষুদ্র ব্যবসায়ী বাস্তবিক অর্থে তাদের কাজ হচ্ছে মানুষ ঠকানো ডিলার ব্যবসার নামে তাদের প্রতারণা করে আসছিলো।

এই ব্যবসায়ী বলেন, কিছু সুবিধাভোগী ব্যবসায়ী সাবেক আওয়ামী লীগ সরকারের ছত্রচ্ছায়ায় তারা এই কাজ করে আসছিলো।




ad728
ad728
সর্বশেষ সংবাদ
ad728