ঢাকা | বঙ্গাব্দ

নিশিন্দারা ইউপি বিএনপির উদ্যোগে বিএনপি নেতা আল আমিন পেস্তার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল

  • আপলোড তারিখঃ 04-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2522 জন
নিশিন্দারা ইউপি বিএনপির উদ্যোগে বিএনপি নেতা আল আমিন পেস্তার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল ছবির ক্যাপশন: নিশিন্দারা ইউপি বিএনপির উদ্যোগে বিএনপি নেতা আল আমিন পেস্তার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল
ad728

মো. কামরুজ্জামান সম্পদ : বগুড়া সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি সদস্য আল-আমিন পেস্তা হার্টের সমস্যা নিয়ে টিএমএসএস হাসপাতালে ভর্তি হয়ে আই সি ইউ তে চিকিৎসাধীন রয়েছে।
বুূধবার বাদ আসর ঠেঙ্গামারা কেন্দ্রীয় জামে মসজিদে নিশিন্দারা ইউপি বিএনপির উদ্যোগে পেস্তার আশু রোগমুক্তি ও সুস্থ্যতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল,সাধারণ সম্পাদক এ্যাডঃ সৈয়দ জহুরুল আলম, সহ সভাপতি জামিউল ইসলাম রুবেল।
 নিশিন্দারা ইউনিয়নে ভারপ্রাপ্ত সভাপতি ও সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল করিম রাফির সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান টুকু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোজাফফর হোসেন, আবু বক্কর সিদ্দিক, ফাঁপোর ইউপি বিএনপির সভাপতি আঃ বাছেদ, নুনগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রশিদ, সাধারণ সম্পাদক শাহ আলম জনি।
আরোও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য আহসান হাবীব হারুন, মোঃ জামিল হোসেন মিস্টার, আঃ রাজ্জাক, এবিএম সিদ্দিক, ওয়ার্ড বিএনপির নেতা ফিরোজ আল মাহমুদ স্বপন, এরশাদ হোসাইন, রায়হান আলী, নুর মোহাম্মদ, জুলফিকারসহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
পেস্তার সুস্থ্যতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহিদদের স্মরণে দোয়া পরিচালনা করেন ঠেঙ্গামারা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমাম মাওঃ নুরুজ্জামান। দোয়া শেষে নেতৃবৃন্দ আল আমিন পেস্তাকে হাসপাতালে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন।


নিউজটি পোস্ট করেছেনঃ সকালের শিরোনাম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পাবনায় দুই শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেন মেহেদী হাসান