হাবিব জিহাদী : ময়মনসিংহের ভালুকায় বনবিভাগের অগ্রসর ও পাবলিকের রেকর্ডিয় জায়গায় অবৈধভাবে বনায়ন ঠেকাতে স্থানীয় বনবিভাগের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসি।
৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকালে উপজেলা হবিরবাড়ী ইউনিয়ন পাড়াগাঁও গতিয়ার বাজার এলাকায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার ভিবিন্ন এলাকা থেকে বিভিন্ন স্লোগানে বিক্ষোভ মিছিল নিয়ে একটি সমাবেশে মিলিত হয়। পরে সমাবেশে অসাধু বন কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানান বিক্ষুব্ধ জনতা। এ সময় পাবলিকের জমিতে বাগান লাগানো বন্ধ করতে আগামীকাল নতুন কর্মসূচি ঘোষণা করবেন স্থানীয়রা।
উক্ত সমাবেশ তোফায়েল ইবনে জামালের সভাপতিত্বে সঞ্চালনা করেন হাফেজ মনজুর মাহমুদ, বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড ইউপি সদস্য শাহজাহান খান,প্রভাশক শহিদুল আলম,নাছির উদ্দীন, জিল্লুর রহমান, শামসুল হক সুরুজ মেম্বার,কামাল, আব্দুল আজিজ, রফিকুল, খাইরুল ইসলাম মনির।
এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, হাজী আবুল কাশেম,হাবিবুল্লাহ কমল,মোন্তাজ উদ্দিন মেম্বার,হাবিবুল্লাহ,শাহাবউদ্দিন, মাসুম আহমেদ আকাশ,হাবিব জিহাদী, শাকিব খান প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন,ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ঘর-বাড়ী নির্মানে হয়রানি, চাঁদাবাজির ও মিথ্যা মামলা দেওয়া যাবেনা। আদালতে চলমান মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বনায়ন করা যাবেনা। ডিমার্কেশ করে সম্পত্তি জনগণকে বুঝিয়ে দিয়ে বনবিভগের সম্পত্তি বনবিভাগ বুঝে নিবে, আদালতে চলমান সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। পাবলিকের নামে বিআরএস রেকর্ডীয় জায়গায় বনায়ন বন্ধ করতে হবে।