ঢাকা | বঙ্গাব্দ

কুমিল্লায় ভিক্টোরিয়া সরকারি কলেজে পরামর্শ বক্স স্থাপন করেছে শিক্ষার্থীরা

  • আপলোড তারিখঃ 04-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2791 জন
কুমিল্লায় ভিক্টোরিয়া সরকারি কলেজে পরামর্শ বক্স স্থাপন করেছে শিক্ষার্থীরা ছবির ক্যাপশন: কুমিল্লায় ভিক্টোরিয়া সরকারি কলেজে পরামর্শ বক্স স্থাপন করেছে শিক্ষার্থীরা
ad728
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় ভিক্টোরিয়া সরকারি কলেজে পরামর্শ বক্স স্থাপন করেছে শিক্ষার্থীরা। সোমবার (২ সেপ্টেম্বর) প্রশাসনিক ভবনের নিচতলায় কাঠের তৈরি তালাবদ্ধ একটি বক্স উদ্বোধন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের  সদস্যরা। 
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভিক্টোরিয়া কলেজের সমন্বয়ক ও ফখরুল ইসলাম বলেন, এ বক্স আমাদের বাকস্বাধীনতার অংশ। আমরা দীর্ঘদিন আমরা অভিযোগ বা পরামর্শ কলেজ প্রশাসনকে জানাতে পারিনি। কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, 
কর্মকর্তা, কর্মচারী সবাই মিলে সুন্দর কলেজ তৈরিতে পরামর্শ দিবো। পূর্বের কোন কাজের অভিযোগ থাকলে তাও লিখিত ভাবে পরবর্তী অধ্যক্ষ স্যারকে জানাতে পারেন। আশাকরি নতুন অধ্যক্ষ মহোদয় যাচাই করে, তা ব্যবস্থা নিবেন।
ইতিহাস বিভাগের ছাত্রী মাকসুদা সুলতানা জানান, এ কাজটি কলেজের মধ্যে থাকবে। সুতরাং আমরা যে পরামর্শ দিবো, তা যেনো অধ্যক্ষ স্যারের ক্ষমতার মধ্যে হয়ে থাকে।
রসায়ন বিভাগের শিক্ষার্থী কবি ও তরুণ লেখক একেএম আনোয়ার উদ্দিন টুটুল বলেন, সবাই চিঠি আকারে লিখিত পরামর্শ দিবেন। আমরা সকল বার্তা পরবর্তী অধ্যক্ষ স্যারের নিকট পৌঁছাবো। এবং প্রতিটা পরামর্শ ধরেধরে আমরা কাজ করবো। 
এ সময় আরো উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, আদনান সামি,  শরিফুল ইসলামসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের  সমন্বয়ক ও সদস্যরা।
প্রসঙ্গত, গত ২১ আগষ্ট পদত্যাগ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান। একই সাথে স্বেচ্ছায় পদত্যাগ করেন উপাধ্যক্ষ মৃনাল কান্তি গোস্বামী। পদত্যাগের পূর্বে চার সদস্যের শিক্ষক পরিষদ ভেঙ্গে দেন অধ্যক্ষ। edited 06:43 AM


নিউজটি পোস্ট করেছেনঃ সকালের শিরোনাম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পাবনায় দুই শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেন মেহেদী হাসান