বরগুনার আমতলীতে গত ২৯ জানুয়ারী ২০২৪ তারিখ দৈনিক সমকাল, আজকের বার্তা, কালের কণ্ঠ, বাংলা নিউজ, বরিশাল সংবাদসহ বিভিন্ন পত্রিকায় বিভিন্ন তারিখে বরগুনায় ভুয়া ভিসায় ওমান নিয়ে প্রতারণা শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃত ঘটনার সাথে সংবাদের কোন সত্যতা নাই। আমাদের সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্যে প্রনোদিত ভাবে অসত্য তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে এই মিথ্যা সংবাদ করাইয়াছেন। প্রকৃত ঘটনা হলো। ওমান সরকার ও বাংলাদেশ সরকারের সকল নিয়ম কানুন মেনে সম্পূর্ণ বৈধ ভাবে উপজেলার চলাভাঙ্গা গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে আউয়াল হাওলাদার, নাচনাপাড়া গ্রামের ছালাম আকনের ছেলে পলাশ আকন, চলাভাঙ্গা গ্রামের ওহাব গাজীর ছেলে রাহাত গাজী ও একই গ্রামের রুস্তুম গাজীর ছেলে শাহ জালাল গাজী ওমান নেওয়া হয়েছে। উল্লেখিত ব্যক্তিরা ওমান যাওয়ার পর ওমান সরকারের নিয়মনুযায়ী তাদের আকামা দেওয়া হয়। তারা আকামা পাওয়ার দীর্ঘদিন কাজ করে নিজেদের ইচ্ছায় বিমানের টিকেট কিনে দেশে চলে আসেন। দেশে আসার প্রায় ৭/৮ মাস পর আমাদের বিরুদ্ধে আমতলী থানায় মামলা দায়ের করেন। উক্ত মামলায় আমরা নির্দোষ প্রমানিত হই।পুনঃরায় আবার আউয়াল হাওলাদার (৩০) ১১.২.২৪ খ্রী: তারিখ আমাদের আসামী করে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করেন।বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ৯.১২.২৪ খ্রী: তারিখ তদন্ত প্রতিবেদন দেওয়ার আদেশ দেন। প্রকাশিত সংবাদের সাথে বাস্তব ঘটনার কোন মিল নাই। সম্পূর্ণ হয়রানী ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই মামলা ও সাংবাদিক ভাইদের অসত্য তথ্য দিয়ে এ সংবাদ করাইয়াছেন। তাই প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মো. শানু প্যাদা পিতা মৃত: জয়নাল প্যাদা,মোসা: আসমা স্বামী মো. মিজানুর রহমান প্যাদা ও মো. মিজানুর রহমান পিতা মো. শানু প্যাদা গ্রাম চলাভাঙ্গা, আমতলী, বরগুনা।
আপনার মতামত লিখুন :