শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, নিঃশর্ত বদলী, অবসর ও কল্যাণ ভাতা দ্রুত প্রদান, বৃত্তি পরীক্ষায় বেসরকারী প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিতকরণ ও ধর্ম শিক্ষার অন্তর্ভুক্তি, কওমি সনদে সরকারী চাকুরী এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় শিক্ষক ফোরাম রাজবাড়ী জেলা শাখা।
শনিবার বিকেলে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন, জাতীয় শিক্ষক ফোরামের রাজবাড়ী জেলা শাখার সভাপতি সিদ্দিকুর রহমান কবিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় বক্তৃতা করেন, জাতীয় শিক্ষক ফোরাম উপদেষ্টা ক্বারী আবু ইউসুফ, মাওলানা ফরিদ উদ্দিন, আবুল কালাম আজাদ, ইসলামী যুব আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম মিলন, মক্কাতুল মোকাররম মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আব্দুল্লাহ প্রমুখ।
আপনার মতামত লিখুন :