আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ - তাহিরপুর - ধর্মপাশা - মধ্যনগর) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও ১২ দলীয় জোট মনোনীত এবং যুগপৎ আন্দোলনের প্রধান শরিক বিএনপির সম্ভাব্য প্রার্থী, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা অধ্যক্ষ মাওলানা মো. রশীদ আহমদের সমর্থনে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বাদ জুহর জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের আটগাঁও লালবাজারস্থ আরিফুননেছা নূরানী মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভীমখালী ১ ও ২নং ওয়ার্ড শাখা জমিয়তের স্থানীয় নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন তরুণ আলেম ও মুহাদ্দিস মাওলানা আরশাদ খান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জামালগঞ্জ উপজেলা শাখার মুহতারাম সভাপতি শায়খুল হাদীস মাওলানা আব্দুল গফফার। আরও উপস্থিত ছিলেন সহসভাপতি হাফিজ আজির উদ্দিন, মাওলানা জাকারিয়া আল মামুন, চান্দেরনগর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কাসেম, ভীমখালী ইউপি যুব জমিয়ত সভাপতি মাওলানা ইজাজুল হক এজাজ, সদর ইউপি যুব জমিয়ত সভাপতি মুফতি হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি লোকমান মাসুম, যুবনেতা হাফিজ জাহাঙ্গীর আলম, ক্বারি আবু সুফিয়ান নূরী, ছাত্র জমিয়ত জামালগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ আফাজুল হাসান তানজিম, ভীমখালী ইউপি ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা হুমায়ুনুর রশীদ, মানিগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইয়াসিন আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, অধ্যক্ষ রশীদ আহমদ একজন পরিচ্ছন্ন, সংগ্রামী ও ত্যাগী রাজনীতিক। তাঁর নেতৃত্বে এলাকায় শান্তি, শৃঙ্খলা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় আমরা আশাবাদী। তিনি শুধু দলের প্রতিনিধি নন, বরং জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা অঞ্চলের আপামর জনতার প্রত্যাশার প্রতীক।
তৃণমূলের নেতাকর্মীরা অধ্যক্ষ রশীদ আহমদকে প্রার্থী মনোনীত করায় জমিয়ত ও ১২ দলীয় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মোবারকবাদ জানান এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়, আসন্ন নির্বাচনে অধ্যক্ষ রশীদ আহমদের বিজয় নিশ্চিত করতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে দ্বারে় দ্বারে় জনসংযোগ ও সংগঠিত প্রচারাভিযান পরিচালনা করা হবে।
বক্তারা আরো বলেন, আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে দোয়া, পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের পরীক্ষিত নেতা রশীদ আহমদকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করবো।
আপনার মতামত লিখুন :