ঢাকা | বঙ্গাব্দ

মাইলস্টোন স্কুলে কোমলমতি শিশুদের জন্য শিক্ষিকার আত্মত্যাগ

  • প্রকাশিত : 22-07-2025
  • নিউজটি দেখেছেনঃ

মাইলস্টোন স্কুলে কোমলমতি শিশুদের জন্য শিক্ষিকার আত্মত্যাগ ছবির ক্যাপশন: মাইলস্টোন স্কুলে কোমলমতি শিশুদের জন্য শিক্ষিকার আত্মত্যাগ
ad728

শিক্ষা পেশাটি নিছক একটি চাকরি নয়—এটি দায়িত্ব, ভালোবাসা, এবং আত্মত্যাগের এক সম্মিলিত রূপ। মাইলস্টোন স্কুলের প্রাথমিক শাখার শিক্ষিকা মিস সানজিদা আক্তার এই সত্যকে যেন জীবন্ত করে তুলেছেন। কোমলমতি শিশুদের জন্য তাঁর নিরব ও নিঃস্বার্থ আত্মত্যাগ আজ শিক্ষক সমাজে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে।
একজন শিক্ষিকার প্রতিদিনের যুদ্ধ
মিস সানজিদা আক্তার প্রাথমিক পর্যায়ের শিশুদের শিক্ষাদানে নিয়োজিত একজন মমতাময়ী শিক্ষিকা। দিনের শুরুটা হয় খুব ভোরে, ঘরে ছোট সন্তান ও বৃদ্ধ মাকে রেখে তিনি স্কুলে ছুটে আসেন, যেন তার কোনো ছাত্র-ছাত্রী এক মুহূর্তও অপেক্ষা না করে।
শিশুদের মানসিক বিকাশ, আচরণগত পরিবর্তন এবং শুদ্ধ নৈতিকতার পাঠ তিনি শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ রাখেন না, বরং শ্রেণিকক্ষেই তারা তার কাছ থেকে জীবনের মূল্যবান পাঠগুলো শিখে নেয়। অনেক সময় দেখা যায়, একজন শিশু যখন মানসিক অস্থিরতায় ভুগছে বা পরিবার থেকে পর্যাপ্ত সাপোর্ট পাচ্ছে না, তখন সেই শিশুটির পাশে দাঁড়ান এই শিক্ষিকা। তিনি শুধু একজন শিক্ষিকা নন, বরং শিক্ষার্থীদের কাছে তিনি মা, বন্ধু ও পথপ্রদর্শকের মতো।
পারিবারিক সংকটেও পেশাগত দায়িত্বে অটল ছিলেন তিনি।মাত্র কিছুদিন আগে মিস সানজিদা তার স্বামীকে হারান। সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তার জীবন এক কঠিন চ্যালেঞ্জে পড়ে। অনেকের হয়তো এমন পরিস্থিতিতে পেশা থেকে সাময়িক বিরতি নেওয়া স্বাভাবিক হতো, কিন্তু তিনি তা করেননি।
বরং এই কঠিন সময়েই তিনি আরও বেশি আন্তরিক হয়ে কোমলমতি শিশুদের প্রতি মনোযোগ দেন। শিশুদের হাসি ও সাফল্যই যেন তাঁর নিজের দুঃখকে লাঘব করে।
মিস সানজিদার এই নিষ্ঠা ও আত্মত্যাগ শুধু সহকর্মীদের নয়, অভিভাবকদের মাঝেও এক গভীর শ্রদ্ধাবোধ সৃষ্টি করেছে। এক অভিভাবক বলেন,
"আমার সন্তান স্কুলে শুধু পড়াশোনা শিখে না, মানবিকতা ও সহানুভূতির পাঠও শেখে। এটা সম্ভব হয়েছে সানজিদা ম্যাডামের মতো শিক্ষিকাদের জন্যই।"মাইলস্টোন স্কুলের প্রিন্সিপাল বলেন,
"আমরা গর্বিত যে আমাদের প্রতিষ্ঠানে এমন এক শিক্ষিকা আছেন যিনি শুধু পাঠদানের নয়, বরং আদর্শ শিক্ষকের সংজ্ঞাকেই জীবন্ত করে তুলেছেন। তাঁর প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা ও সম্মান রয়েছে।"
মাইলস্টোন স্কুলের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠান যে শিক্ষার্থী গড়ার পাশাপাশি শিক্ষক তৈরিতেও মনোযোগী, তার প্রমাণ মিস সানজিদা আক্তারের মতো নিবেদিতপ্রাণ শিক্ষিকারা। তাঁর আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয়, একজন ভালো শিক্ষকের অবদান কোনো সনদপত্র বা পদক দিয়ে পরিমাপ করা যায় না। তারা সমাজের নীরব স্থপতি—যাদের হাত ধরে তৈরি হয় একটি উন্নত ভবিষ্যৎ।




ad728
ad728
সর্বশেষ সংবাদ
ad728