ঢাকা | বঙ্গাব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত : 17-07-2025
  • নিউজটি দেখেছেনঃ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন: মির্জাগঞ্জে যৌথ অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
ad728

নিরাপত্তা সংস্থার একটি গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৭ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪টা ৩০ মিনিটে মির্জাগঞ্জ উপজেলার পূর্ব সুবিদখালী এলাকায় সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রাকিন এম. ইকতিদার। তাঁর সঙ্গে ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার আঃ গাফফার মোল্লা এবং মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, পিএসআই শুভেন্দু দাস ও সঙ্গীয় ফোর্স।

অভিযানে আলতাফ মৃধার বসতঘরে তল্লাশি চালিয়ে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট, যার বাজারমূল্য আনুমানিক ৭৫ হাজার টাকা, নগদ ২,৩৮০ টাকা এবং মাদক সেবন ও বিক্রির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ছিল ৪টি দিয়াশলাই, ৫টি সিরিঞ্জ, ১টি কসটেপ, ১টি কাঁচি, মাদক সেবনের জন্য ব্যবহৃত ফয়েল পেপারের ৩০টি টুকরা, ৪টি প্লাস্টিকের আঙুলের ক্যাপ, ১০ টাকার নোট দিয়ে বানানো মাদক সেবনের পাইপ এবং ২টি নীল রঙের পলিথিনের জিপার ব্যাগ।

অভিযানে আলতাফ মৃধা, শাকিল আহম্মেদ এবং মোঃ তানভীর উর ইসলামকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। অভিযান সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




ad728
ad728
সর্বশেষ সংবাদ
ad728