ঢাকা | বঙ্গাব্দ

ডিসি পার্কে মাছ অবমুক্তকরণ, বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্লাওয়ার জোন উদ্বোধন

  • প্রকাশিত : 30-06-2025
  • নিউজটি দেখেছেনঃ

ডিসি পার্কে মাছ অবমুক্তকরণ, বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্লাওয়ার জোন উদ্বোধন ছবির ক্যাপশন: ডিসি পার্কে মাছ অবমুক্তকরণ, বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্লাওয়ার জোন উদ্বোধন
ad728

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার ৩০ জুন ২০২৫ তারিখে ডিসি পার্কে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী আয়োজন।
চট্টগ্রামের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম ডিসি পার্কে আসন্ন মাছ ধরা উৎসব (যা আগামী ১২ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে) উপলক্ষে পুকুরে মাছ অবমুক্তকরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মাছ অবমুক্তির মাধ্যমে তিনি স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণ ও জনসম্পৃক্ততা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ বার্তা দেন।
এছাড়াও জেলা প্রশাসক পার্কে মাসব্যাপী চলমান সহস্রাধিক বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন। পরিবেশবান্ধব এ উদ্যোগের মাধ্যমে সবুজায়নের লক্ষ্যে একটি সুদূরপ্রসারী পদক্ষেপ নেওয়া হয়েছে।
উল্লেখযোগ্য আরেকটি সংযোজন হলো নবসৃষ্ট “ফ্লাওয়ার জোন” এর উদ্বোধন। এ মনোমুগ্ধকর ফুলের বাগানে রয়েছে প্রায় ৪০ প্রজাতির বাহারি ফুল, যা ডিসি পার্কের সৌন্দর্যবর্ধনে নতুন মাত্রা যুক্ত করেছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার, সীতাকুণ্ড, গণমাধ্যমকর্মী ও সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের এ উদ্যোগ পরিবেশবান্ধব নাগরিক সচেতনতা সৃষ্টিতে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় বাসিন্দারা।




ad728
ad728
সর্বশেষ সংবাদ
ad728