উখিয়া প্রতিনিধি
শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মানববন্ধনে শত শত নারী-পুরুষ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার বিপুলসংখ্যক ভোটারকে ভোটাধিকার প্রয়োগে সুবিধা দিতে এই বিদ্যালয়ে একটি ভোটকেন্দ্র স্থাপন ও পুনর্বহাল করা জরুরি।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উখিয়া উপজেলা সভাপতি ও সাংবাদিক রিদুয়ানুল হক জিসান বলেন,
“সরকারি গেজেটে প্রায় ৩ হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। অথচ আমাদের এলাকায় নারী-পুরুষ মিলিয়ে ভোটার সংখ্যা ৭ হাজারেরও বেশি। এখানে কেন্দ্র না হলে বিপুলসংখ্যক ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত হবে। এজন্য আমরা সরকার ও নির্বাচন কমিশনের কাছে জোর দাবি জানাই—অবিলম্বে আব্দুর রহমান বদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র পুনর্বহাল করতে হবে।”
তিনি আরও বলেন, ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ও নিরাপদ পরিবেশে ভোট দিতে পারেন, সেটি নিশ্চিত করা সরকারের দায়িত্ব। ভোটারদের যৌক্তিক দাবি উপেক্ষা করলে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হবে।
অন্যান্য বক্তারা বলেন, বিদ্যালয় এলাকায় কেন্দ্র স্থাপন হলে নারী ভোটাররা বিশেষভাবে উপকৃত হবেন। কারণ নিকটবর্তী কেন্দ্রগুলো দূরে হওয়ায় তাদের ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য পথ অতিক্রম করতে হয়।
এছাড়া স্থানীয় সমাজকর্মী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা মানববন্ধনে বক্তব্য রেখে বলেন—জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে নির্বাচন কমিশনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। দাবি পূরণ না হলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
প্রবীণ, নারী ও শিক্ষার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচি এলাকায় ব্যাপক সাড়া ফেলে।